রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র: সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য সম্পাদক বরাবার পত্র বা চিঠি লিখতে হয়। এরপর সম্পাদক সেই প্রতিবেদন টি তার পত্রিকায় প্রকাশ করে। আপনি যদি পত্রিকার প্রতিনিধি না হন বা স্টাফ রিপোর্টার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতিবেদন সংবাদ পত্রে প্রকাশের জন্য সম্পাদক বরাবর চিঠি পাঠাতে হবে।
রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র
তারিখ : ১৫ জুন, ২০১০
সম্পাদক,
দৈনিক ভোরের কাগজ
৫০ ময়মনসিংহ রোড, ঢাকা-১০০০।
জনাব,
আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই সঙ্গে পাঠানো ‘রাস্তার সংস্কৃ চাই’ শীর্ষক চিঠিটি ছাপানোর জন্য সবিনয়ে অনুরোধ জানাই। অনুগ্রহ করে তা প্রকাশের সুযোগ করে দিলে বাধিত হব।
বিনীত
‘খ’
খলিলপুর, দেবিদ্বার, কুমিল্লা।
কুমিল্লা-দেবিদ্বার সড়কটি সংস্কার করা হোক
কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা-দেবিদ্বার সড়কটি এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তাটি বিভাগীয় শহর সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে সম্পৃক্ত তথা এটিই একমাত্র রাস্তা যার ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। কিন্তু গত কয়েক বছরের উপর্যুপরি বন্যায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে।
🔆🔆 আরও দেখুন: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন (নমুনা উদাহরণ সহ)
🔆🔆 আরও দেখুন: চাকরির দরখাস্ত লেখার নিয়ম – নমুনা ও পিডিএফ সহ
🔆🔆 আরও দেখুন: চিঠি লেখার নিয়ম। পত্র লেখার সঠিক নিয়ম জানুন
🔆🔆 আরও দেখুন: যানজট নিরসনের জন্যে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
তাছাড়া এবারের বন্যায় রাস্তাটির স্থানে স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। অথচ এ রাস্তার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল, কলেজ ও মাদ্রাসা। এখানকার উৎপন্ন ফসল যোগাযোগের অভাবে ভালো বাজার পাচ্ছে না। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না বলে অনেক সময় ভালো চিকিৎসার অভাবে তাদের মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের ব্যবস্থা না করলে যাতায়াতে এই এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে এই এলাকার জনগণের দুর্দশা লাঘব করুন।
এলাকাবাসীর পক্ষে-
‘খ’
খলিলপুর, দেবিদ্বার, কুমিল্লা।
আশা করছি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। এর পরও কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্টে বলতে পারেন। আমরা দ্রুততার সহিত আপনার মূল্যবান কমেন্ট এর রিপলে করার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।