আপনি কি চাকরির দরখাস্ত লেখার নিয়ম, চাকরির দরখাস্ত লেখার নিয়ম ২০২২, দরখাস্ত লেখার নিয়ম pdf, নিয়োগ বিজ্ঞপ্তি লেখার নিয়ম, নিয়োগ পত্র লেখার নিয়ম, চাকরির আবেদন পত্র, কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম, দরখাস্ত লেখার নিয়ম, স্কুলে চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম খুজতেছেন?
আজকের আর্টিকেলে টি আপনার জন্য আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে চাকরির দরখাস্ত লিখতে হয়। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এর পাশাপাশি যা যা থাকছে আজকের আর্টিকেলটি তে-
- চাকরির দরখাস্ত এর নমুনা
- স্কুলে চাকরির জন্য আবেদন পত্র
- সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
- কোম্পানিতে চাকরির আবেদন পত্র
- সিটি কর্পোরেশনে চাকরির আবেদন পত্র
- শপিং মলে চাকরির আবেদন পত্র
Table of Contents
চাকরির দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: তারিখ দিয়ে আবেদন পত্র টি শুরু করবেন। আপনি যে দিন আবেদন করবেন, সেই দিনের তারিখ লিখবেন। তারিখ লেখার নমুন – তারিখ: ২৮ মার্চ, ২০২২
কর্তৃপক্ষ: চাকরির আবেদন পত্র লেখার সময় বরাবর এর পর যথাযথ কর্তৃপক্ষকে উল্লেখ করতে হবে। চাকরির বিজ্ঞপ্তি তে উল্লিখিত কর্তৃপক্ষ ই যথাযথ কর্তৃপক্ষ। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
ঠিকানা: যথাযথ কর্তৃপক্ষ এর পর আবেদন কৃত প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করতে হবে। উদাহরণ স্বরুপ, প্রাথমিক বা মাধ্যমিক গণশিক্ষা অধিদপ্তর হলে “প্রাথমিক/মাধ্যমিক গণশিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা” লিখতে হবে।
বিষয়: বিষয়ে আপনার আবেদন কৃত পদের নাম ভালো ভাবে উল্লেখ থাকতে হবে। উদাহরণ স্বরুপ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন হলে “প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন” লিখতে হবে।
সম্বোধন: জনার বা শ্রদ্ধেহ দিয়ে আবেদনপত্রের প্রধান অংশ টি শুরু করতে হবে। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
মূল অংশ: আবেদনপত্রের মূল অংশটি সুন্দর ও নম্রতার সহিত শুরু করতে হবে। এরপর কত তারিখে এবং কোন মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা উল্লেখ করতে হবে। এবার কোন পদে আবেদন করতে চান তা উল্লেখ করতে হবে।
জীবনবৃত্তান্ত: জীবনবৃত্তান্তে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, বৈবাহিক অবস্থা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার বিবরণ ছক আকারে লিখতে হবে। এবং পরীক্ষার নাম, পাশের সন, গ্রুপ, জিপিএ বা বিভাগ ও বোর্ড বা বিশ্ববিদ্যালয় উল্লেখ থাকতে হবে। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
জীবনবৃত্তান্তের পরানো আবেদনপত্রের মতোই অনুগ্রহপূর্বক সেকশনটি উল্লেখ করতে হবে। এবং বিনীত নিবেদক আবেদনকারীর নাম ও স্বাক্ষর উল্লেখ করতে হবে।
সংযোজন: আবেদনপত্রের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংযোজনগুলো আবেদনপত্রের সাথে দিতে হবে। যেমন: পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, সার্টিফিকেটের ফটোকপি, মার্কশিটের ফটোকপি ইত্যাদি।
🔆🔆 আরও দেখুন: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন (নমুনা উদাহরণ সহ)
🔆🔆 আরও দেখুন: চিঠি লেখার নিয়ম। পত্র লেখার সঠিক নিয়ম জানুন
চাকরির দরখাস্ত লেখার নমুনা
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
যথাযথ কর্তৃপক্ষ
“ক” গ্রুপ অফ কোম্পানি,
রংপুর, বাংলাদেশ।
বিষয়: “ক” প্রতিষ্ঠানে “খ” পদের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত “বিজ্ঞপ্তির তারিখ” তারিখের “ঘ” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠান “ক” গ্রুপ অফ কোম্পানিতে “খ” পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল:
১। নাম: “A”
২। পিতার নাম: “B”
৩। মাতার নাম: “C”
৪। স্থায়ী ঠিকানা: “V”
৫। বর্তমান ঠিকানা: “D”
৬। জন্ম তারিখ: “G”
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: “K”
৯। বৈবাহিক অবস্থা: “বিবাহিত/অবিবাহিত”
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: থাকলে দিবেন, না থাকলে দেয়ার প্রয়োজন নেই।
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে “খ” পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
“A”
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
স্কুলে চাকরির জন্য আবেদন পত্র
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যানয়,
কামালকাছনা, রংপুর।
বিষয়: স্কুলে চাকরির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২ মার্চ ২০২২ তারিখের ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে কিছু সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল :
১। নাম: মেরাজুল ইসলাম
২। পিতার নাম: রকিবুল হাসান
৩। মাতার নাম: রহিমা বেগম
৪। স্থায়ী ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৬। জন্ম তারিখ: ২৮ মার্চ, ১৯৯৮
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: ইসলাম
৯। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: আইজিএস স্কুল এন্ড কলেজ, ভোরের সকাল স্কুল সহ বেশ কিছু কোচিং সেন্টারে শিক্ষাকতা করার অভিজ্ঞতা রয়েছে।
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
মহাপরিচালক
প্রথমিক ও গণশিক্ষা অধিদপ্তর,
মিরপুর, ঢাকা।
বিষয়: প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়গের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২ মার্চ ২০২২ তারিখের ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে কিছু সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল :
১। নাম: মেরাজুল ইসলাম
২। পিতার নাম: রকিবুল হাসান
৩। মাতার নাম: রহিমা বেগম
৪। স্থায়ী ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৬। জন্ম তারিখ: ২৮ মার্চ, ১৯৯৮
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: ইসলাম
৯। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: আইজিএস স্কুল এন্ড কলেজ, ভোরের সকাল স্কুল সহ বেশ কিছু কোচিং সেন্টারে শিক্ষাকতা করার অভিজ্ঞতা রয়েছে।
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
কোম্পানিতে চাকরির আবেদন পত্র
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
মহাপরিচালক
ব্রাক ব্যাংক,
মহাখালী, ঢাকা।
বিষয়: ব্রাক ব্যাংকে ফিল্ড অফিসার পদে নিয়গের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২ মার্চ ২০২২ তারিখের ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, ব্রাক ব্যাংকে কিছু সংখ্যক ফিল্ড অফিসার নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল :
১। নাম: মেরাজুল ইসলাম
২। পিতার নাম: রকিবুল হাসান
৩। মাতার নাম: রহিমা বেগম
৪। স্থায়ী ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৬। জন্ম তারিখ: ২৮ মার্চ, ১৯৯৮
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: ইসলাম
৯। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: আশা ব্যাংক সহ স্থানীয় কিছু সমিতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে ফিল্ড অফিসার পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
সিটি কর্পোরেশনে চাকরির আবেদন পত্র
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
সিটি মেয়র
রংপুর সিটি,
রংপুর।
বিষয়: অফিস সহায়ক পদে নিয়গের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২ মার্চ ২০২২ তারিখের ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, রংপুর সিটি কর্পোরেশনে কিছু সংখ্যক অফিস সহায়ক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল :
১। নাম: মেরাজুল ইসলাম
২। পিতার নাম: রকিবুল হাসান
৩। মাতার নাম: রহিমা বেগম
৪। স্থায়ী ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৬। জন্ম তারিখ: ২৮ মার্চ, ১৯৯৮
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: ইসলাম
৯। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: আশা ব্যাংক সহ স্থানীয় কিছু সমিতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
শপিং মলে চাকরির আবেদন পত্র
তারিখ: ২৮ মার্চ, ২০২২
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
রয়েলিটি মেগা মল,
রংপুর।
বিষয়: স্টোর ম্যানেজার পদে নিয়গের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১২ মার্চ ২০২২ তারিখের ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, রয়েলিটি মেগা মলে কিছু সংখ্যক স্টোর ম্যানেজার নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হল :
১। নাম: মেরাজুল ইসলাম
২। পিতার নাম: রকিবুল হাসান
৩। মাতার নাম: রহিমা বেগম
৪। স্থায়ী ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম: মোংলাকুটি, ডাকঘর: মোংলাকুটি, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।
৬। জন্ম তারিখ: ২৮ মার্চ, ১৯৯৮
৭। জাতীয়তা: “বাংলাদেশী”
৮। ধর্ম: ইসলাম
৯। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরিক্ষার নাম | পাশের সাল | গ্রুপ | জিপিএ/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০১৪ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
এইচএসসি | ২০১৬ | বিজ্ঞান | ৫.০০ | দিনাজপুর |
বিএসসি সম্মান (রসায়ন) | ২০২০ | বিজ্ঞান | ১ম শ্রেণি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১। অভিজ্ঞতা: স্টার টেক ও জেন্টেল পার্ক মেগা মলে সেলস ম্যানেজার হিসাবে কাজ করার ৬ মাসের অভিজ্ঞতা রয়েছে।+
অতএব, জনাব নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে স্টোর ম্যানেজারপদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
সংযোজন:
১। পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (৩টি);
২। তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
৩। নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
৪। অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি [যদি থাকে];
৫। ব্যাংক ড্রাফট। (চাকরির দরখাস্ত লেখার নিয়ম)
শেষ কথা,
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।